Quantcast
Channel: Soliloquy of a Wandering Pilgrim
Viewing all articles
Browse latest Browse all 89

লকডাউন স্বগতোক্তি ৪ - স্টেলমেট

$
0
0


দাবা খেলাটা কোনোদিনই খুব ভাল খেলতে পারতাম না। বুদ্ধিমাণ, বিচক্ষণ, ধৈর্যশীল, দূরদৃষ্টি সম্পন্ন মানুষের মত সুচতুর কৌশলী পদক্ষেপ ধারাবাহিকভাবে করে যাওয়া, আর যার হোক এ অধমের কম্মো নয়। এই সত্য অনেক ছোটবেলাতেই  হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। 

লকডাউনে সেই সত্য আবার মনে করিয়ে দিল কম্পিউটার। স্টকফিশ লেভেল থ্রি-র সঙ্গে হেবি ফাইট করেও শেষমেশ সেই স্টেলমেট।  বিপক্ষকে ক্ষমতাশূণ্য করে দিয়েও জেতা হল না। 

অনেকটাই ঠিক জীবনের মত। 

আচ্ছা স্টেলমেটই যদি সারসত্য তাহলে খেলছি কেন এই খেলা?  একদিন ঠিক চেকমেট হবে, এই আশায়? নাকি, জীবনের শেষে স্টেলমেট অনিবার্য জেনেও খেলতে হয়? 



 


Viewing all articles
Browse latest Browse all 89

Trending Articles